ওয়েব ডেস্ক: ১৪ দফা দাবিতে সিটু সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে আজ দেশজুড়ে সাধারন ধর্মঘট। এরাজ্যে ধর্মঘট সফল করতে সক্রিয় বামেরা। সকাল থেকে রাস্তায় থাকবেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, সুজন চক্রবর্তী, শ্যামল চক্রবর্তীরা। অন্যদিকে ধর্মঘট ব্যর্থ করতে মরিয়া তৃণমূল সরকার। শহরের মোট ৩৫৭টি জায়গায় বসেছে পুলিস পিকেট। মোতায়েন তিন হাজার পুলিসকর্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নষ্টতে কষ্ট পেয়েও চিনাদের উপর মানহানির মামলা করল না পাখি!


প্রতিটি বাস ডিপো, মেট্রো স্টেশন,ফেরিঘাটে পুলিস পিকেট। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় কড়া পুলিসি প্রহরার ব্যবস্থা। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে প্রতিটি থানায় রিজার্ভ ফোর্স মোতায়েন। এখানেই শেষ নয়। ধর্মঘট মোকাবিলায় নয়া আইন আনতে চায় রাজ্য সরকার। ধর্মঘটের সময় কোনও ভাঙচুর হলে, ক্ষতিপূরণ দিতে হবে অভিযুক্তকেই।


আরও পড়ুন  ''১২ সপ্তাহের মধ্যেই ফেরানো হবে সিঙ্গুরের কৃষকদের টাকা ও জমি"