নিজস্ব প্রতিবেদন: ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের একটি নতুন সংস্করণের সফল পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অরগানাইজেশন। ২৯০ কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের থেকে আধুনিক এই ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া যায় মাটি থেকেও। সোমবার সকালে এটির সফল পরীক্ষা করা হয় ওড়িশা উপকূল থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-৩ অক্টোবর থেকে যাত্রী নিয়ে ছুটবে নয়াদিল্লি-কাটরা বন্দে ভারত এক্সপ্রেস


২০১৯ সালে ৪৫০ কিলোমিটার রেঞ্জের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে ভারত। এর মধ্যে রয়েছে উন্নত গাইডেন্স সিস্টেম ও রাশিয়ার তৈরি ‘সিকার’। শব্দের থেকে বেশি গতি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটিকে নিখুঁত নিশানায় আঘাত সাহায্য করে এই সিকার।



২০১৭ সালের মার্চে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণের প্রথম পরীক্ষা করে ভারত। এর বিশেষত্ত্ব হল ভূমির পাশাপাশি সমুদ্রে যুদ্ধজাহাজ থেকেও এটি ছোঁড়া যায়। আরও একটি বিষয় হল ২৯০ কিলোমিটার রেঞ্জের ব্রহ্মসে যে পরিমাণ জ্বালানি লাগে সেই একটি পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয়েছে ৪৫০ কিলোমিটার রেঞ্জের জন্য।


আরও পড়ুন-বন্যায় দেশজুড়ে মৃত শতাধিক, বিহার জারি রেড অ্যালার্ট, কেন্দ্রের সাহায্য চাইলেন নীতীশ


ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের বিশেষ ক্ষমতা হল টার্গেটকে নিজে নিজেই খুঁজে নিতে পারে এটি। সর্বাধিক ১৫ কিলোমিটার উচ্চতার পাশাপাশি মাটি থেকে ১০ মিটার উচ্চতা দিয়েও উড়ে যেতে পারে এই ক্ষেপণাস্ত্র।