নিজস্ব প্রতিবেদন:  বিশ্বের উচ্চতম রেলব্রিজের কাজ প্রায় অর্ধেকের বেশি হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা। বৃহস্পতিবার টুইটে বার্তা রেলমন্ত্রী পীযূষ গোয়েলের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রিজ তৈরি করে তা জোড়ার কাজ শুরু হয়েছে।  জম্মু ও কাশ্মীরের চন্দ্রভাগা নদীর উপর এই ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছিল ৩ বছর আগে। অর্ধচন্দ্রাকৃতিতে খিলানের উপর তৈরি হচ্ছে এই রেলব্রিজ। রেলমন্ত্রী এদিন টুইট করে জানান,‘ভারতীয় রেল নির্মাণে মাইলফলক গড়তে চলেছে। চেনাব ব্রিজের কাজ প্রায় শেষের পথে।’


 



তিনি আরও বলেন, ‘এটি বিশ্বের উচ্চতম রেলব্রিজ হতে চলেছে। ’ জানা গিয়েছে, এই ব্রিজের উচ্চতা নদীপৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার। লম্বা ৩৫ মিটার। 


এখন চলছে জোড়ার কাজ । তবে এতেই শেষ নয় এরপর ব্রিজ নির্মাণে একাধিক কাজ বাকি রয়েছে।