নয়াদিল্লি: এক্কেবারে ভারতীয় প্রযুক্তিতে এবার তৈরি হবে সাবমেরিন। সেরকমই ছয়টি সাবমেরিন তুলে দেওয়া হবে ভারতীয় নৌসেনার হাতে। এরজন্য মোট খরচ হবে আশিহাজার কোটি টাকা। তার মধ্যে তিপ্পান্ন হাজার কোটি টাকা সরাসরি দেবে কেন্দ্রীয় সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 আগামী ছমাসেই ওই টাকা দেওয়া হবে। দুমাসের মধ্যেই ঠিক হয়ে যাবে কোথায় তৈরি হবে সাবমেরিনগুলি। নৌসেনার বেশ কয়েকটি সাবমেরিন পুরনো হয়ে গিয়েছে। সেকারণেই কার্যত যুদ্ধকালীন তত্পরতায় তৈরি হবে এই ছয়টি সাবমেরিন।