নিজস্ব প্রতিবেদন: ভারত-চিন উত্তেজনার মধ্যেই এমাসের শেষে ভারত মহাসাগরে BrahMos ক্ষেত্রণাস্ত্রের একাধিক পরীক্ষা সারবে তিন বাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডিআরডিও-র তৈরি এই ক্ষেত্পণাস্ত্রটির পাল্লা সম্প্রতি ২৯৮ কিলোমিটার থেকে ৪৫০ কিলোমিটার করেছে ডিআরডিও। সংবাদসংস্থা সূত্রে খবর, ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা ফের একবার পরখ করে নেওয়ার জন্যেই এই পরীক্ষার আয়োজন করা হয়েছে।


আরও পড়ুন-নিটোল প্রত্যয়ে ভরা 'অপু'র একটি লিটল ম্যাগাজিনও ছিল!


গত দুমাস ধরে একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে চলেছে ডিআরডিও। সম্প্রতি পরীক্ষা করা হয়েছে শৌর্য ক্ষেপণাস্ত্রের। এটির পাল্লা ৮০০ কিলোমিটার। গতি শব্দের থেকে অনেকগুণ বেশি। 


ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা হয়েছে সুখোই-৩০ জেট থেকেও। সম্প্রতি বঙ্গোপসাগরের একটি টার্গেটে নিখুঁত নিশানায় আঘাত করে এই ক্ষেপণাস্ত্র।


আরও পড়ুন-অধ্যায়ের অবসান, গার্ড অফ অনার বিদায় 'অপু'কে


গত অক্টোবর মাসে আইএনএস চেন্নাই রণতরী থেকে ব্রহম্স ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে নৌ বাহিনী। সমুদ্রের ৪০০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুতে এটির আঘাত হানার ক্ষমতা প্রমাণ হয়েছে।