কেদারনাথে ভেঙেপড়া কপ্টারকে ঝুলিয়ে দেহরাদুন নিয়ে গেল বায়ুসেনার চপার, দেখুন ভিডিয়ো
শনিবার ভেঙেপড়া বিমানটি সারানোর কাজে নামে বায়ুসেনার একটি এম আই ১৭ কপ্টার
নিজস্ব প্রতিবেদন: একেবারে সিনেমার দৃশ্য। কেদারনাথে ভেঙেপড়া চপার ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গেল ভারতীয় বায়ুসেনা। দুর্ঘটনাগ্রস্থ চপারটিকে ঝুলিয়ে কেদারনাথ থেকে দেহারাদুনে নিয়ে এল বায়ুসেনার ওই চপার।
পড়ুন-দেশে আর্থিক মন্দা চলছে, এবার ধনতেরাসে কত সোনা বিক্রি হয়েছে জানেন!
বায়ুসেনার এক মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, গত ২৬ অক্টোবর অত্যন্ত চ্যালেঞ্জিং অপারেশন চালায় বায়ুসেনা। কেদারনাথের কাছে ভেঙে পড়া ইউ টেয়ার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানির ভেঙেপড়া কপ্টার সরিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয় বায়ুসেনাকে।
উল্লেখ্য, কয়েকদিন ১১,৫০০ ফুট উচ্চতায় কেদারনাথের কাছে ভেঙে পড়ে ওই কপ্টারটি। ভাঙা ওই কপ্টারটি সড়কপথে সরিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। তাই তারা যোগাযোগ করে বায়ুসেনার সঙ্গে।
পড়ুন-ইলাহাবাদ হাইকোর্টে অযোধ্যা মামলা রায়ের প্রসঙ্গ তুলে সংযত থাকার বার্তা প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর
শনিবার ভেঙেপড়া বিমানটি সারানোর কাজে নামে বায়ুসেনার একটি এম আই ১৭ কপ্টার। একটি লম্বা রশির সঙ্গে কপ্টারটিকে বেঁধে উড়িয়ে নিয়ে যায় বাসেনার কপ্টার।