নিজস্ব প্রতিবেদন:  অসমের মাজুলির পর এবার ওড়িশার ময়ুরভঞ্জ। ফের ভেঙে পড়ল বায়ুসেনার প্রশিক্ষণ বিমান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার প্রশিক্ষণ উড়ানের সময়ে ওড়িশার ময়ুরভঞ্জ জেলায় ভেঙে পড়ল বায়ুসেনার একটি হক অ্যাডভান্স ট্রেনার জেট। রোজকার মতো মঙ্গলবারও বিমানটি রুটিন উড়ানের জন্য উড়েছিল খড়গপুরের কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটি থেকে। কিন্তু ওড়ার কিছুক্ষণ পরই সেটি ওড়িশা-ঝাড়খণ্ড সীমান্তে ভেঙে পড়ে।


মাটিতে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে ‌যায়। তবে পাইলট অটো ইজেকশন ব্যবস্থা ব্যবহার করে বেরিয়ে আসতে পেরেছেন বলে খবর। কিন্তু তিনি গুরুতর আহত। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে বায়ুসেনা।


আরও পড়ুন-লটারির নেশাতেই মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে খুন, বাদ গেলেন না স্ত্রীও!


উল্লেখ্য, মাসখানেক আগে অসমের মাজুলিতে ভেঙে পড়ে বায়ুসেনার একটি কপ্টার। নিহত হন উইং কমান্ডার জে জেমস ও ইউং কামান্ডার ডি ভাট।


ওই দুর্ঘটনায় দুই পাইলট আপাতকালীন ল্যান্ডিংয়ের চেষ্টা করলেও শেপ‌র্যন্ত ব্যর্থ হন। একটি বালিয়াড়িতে ধাক্কা খেয়ে কপ্টারটি ভেঙে পড়ে আগুন লেগে ‌যায়।