নিজস্ব প্রতিবেদন: বেশকিছু পদে নিয়োগ করছে ভারতীয় বায়ুসেনা। নিয়োগ হবে ফ্লাইং ও গ্রাউন্ড ডিউটি শাখায়। আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কীভাবে আবেদন করবেন


ভারতীয় বায়ু সেনার সাইটে কেরিয়ার পেজে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন পত্র নেওয়া শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে। চলবে ৩০ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত।


পরীক্ষা


ওই দুই পদে পরীক্ষা নেওয়া হবে ২০১৯ সালের ১৬ ও ১৭ ফেব্রুয়ারি। পরীক্ষায় সফল প্রার্থীদের করা হবে ডাক্তারি পরীক্ষা। ফলাফল প্রকাশ করা হবে মার্চে।


আরও পড়ুন-ফের বিজেপির আলোচনার প্রস্তাব ফেরাল রাজ্য, ডিজিকে চিঠি দিয়ে মিলল না সময়


অ্যাডমিট কার্ড


অ্যাডমিট কার্ড পাওয়া যাবে নিজের ইমেলে বা বায়ুসেনার ওয়েবসাইটে।


বয়সসীমা


সর্বনিম্ন ২০, সর্বোচ্চ ২৪ বছর। গ্রাউন্ড ডিউটি(টেকনিক্যাল ও নন টেকলিক্যাল) পদের জন্য বয়স ২০-২৬ বছরের মধ্যে।


আরও পড়ুন-রহস্যজনকভাবে মৃত্যু দমদমের প্রাক্তন সিপিএম কাউন্সিলরের নাতির, ছাদ থেকে ঝাঁপ মেয়ের


শিক্ষাগত যোগ্যতা


ফ্লাইং বিভাগের জন্য দ্বাদশ শ্রেণি পাস হতে হবে। ৬০ শতাংশ নম্বর থাকতে হবে অঙ্ক ও পদার্থ বিদ্যায়। অথবা থাকতে হবে বিটেক, বিই ডিগ্রি। এছাড়াও এমএ, এমসিএ, এমএসসি-রাও আবেদন করতে পারেন।


গ্রাউন্ড ডিউটি(টেকনিক্যাল) পদের জন্য প্রয়োজন ৪ বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পদের জন্য ৬০ শতাংশ নম্বর সহ বি কম হতে হবে।


বিস্তারিত জানা যাবে বায়ুসেনার indianairforce.nic.in সাইট থেকে।