নিজস্ব প্রতিবেদন: শক্তি অনেকটাই বেড়ে যাবে ভারতীয় বায়ুসেনার। কারণ ভারতের হাতে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার ভারতীয় বায়ুসেনার হাতে আনুষ্ঠানিকভাবে প্রথম কপ্টারটি তুলে দিল এটির নির্মাতা সংস্থা বোয়িং। বায়ুসেনার পক্ষে ওই কাপ্টার গ্রহণ করেন এয়ার মার্শাল বাটোলা।





আরও পড়ুন- বিদেশি পত্রিকাও বলছে মোদী বিভেদ সৃষ্টিকারী প্রধানমন্ত্রী, নমোকে ফের বিঁধলেন মমতা


বোয়িংয়ের তৈরি ওই কপ্টারটি যে কোনও আবহাওয়ায় কাজ করতে পারে। বাতাস ও মাটি-দুই জায়াগাতেই যে কোনও টার্গেটে আঘাত হানতে পারে এই এএইচ-৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান কপ্টার।


মার্কিন যুক্তরাষ্ট্র ও বেয়িংয়ের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে ভারতীয় বায়ুসেনা। ২২টি অ্যাপাচে কপ্টার কেনার লক্ষ্যে গত সেপ্টেম্বরে ওই চুক্তি সাক্ষরিত হয়েছে। কপ্টারের প্রথম ব্যাচটি বায়ুসেনার হাতে আসবে জুলাই মাসে। মার্কিন বায়ুসেনার ফোর্ট রুকার ঘাঁটিতে ওই কপ্টারের ক্রু ও গ্রাউন্ড ডিউটি অফিসারদের প্রশিক্ষণ হয়েছে।



আরও পড়ুন-দ্বিতীয় হুগলি সেতুতে ভয়ঙ্কর দুর্ঘটনা, মাথা কেটে বেরিয়ে গেল ট্রাক চালকের


ইতিমধ্যেই বায়ুসেনায় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি চিনুক হেলিকপ্টার। ওই কপ্টারটিও তৈরি করেছিল বোয়িং। অস্ত্র সহ বিভিন্ন মাল বহন করার কাজে ব্যবহৃত হয় চিনুক। এরপর বায়ুসেনায় আসছে অ্যাপাচে।