নিজস্ব প্রতিবেদন: নিয়ন্ত্রণরেখা বরাবর অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে  ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি ছোড়া স্বভাব হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের। এবার পাল্টা জবাব পেয়ে নতিস্বীকার করল পাক রেঞ্জার্স। যাকে বলে ভারতের সামনে আত্মসমর্পণ করেছে পাক রেঞ্জার্স। প্রাণে বাঁচতে উল্টো পতাকা টাঙাল পাক সেনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে পাক সেনার একটি ছাউনি ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই ছাউনিতে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে  পাকিস্তানের পতাকা। সেনার দাবি, উল্টো পতাকা টাঙানোর অর্থ জরুরি অবস্থা। প্রাণ



পুলওয়ামা হামলার পর ভারতীয় সেনার হাত খুলে দিয়েছে নয়াদিল্লি। সবক শেখাতে   পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। ভারতের ১২টি যুদ্ধবিমান থেকে হাজার কেজি বোমা ফেলা হয় বালাকোটে জইশ-এ-মহম্মদের জঙ্গি প্রশিক্ষণ শিবিরে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, সেনাবাহিনী যে উদ্দেশ্য নিয়ে অভিযান করেছিল, তা সফল।   



আরও পড়ুন- বাংলায় আরও ২ জন প্রার্থী জোটাতে পারল বিজেপি?