নিজস্ব প্রতিবেদন: হাসপাতাল নাকি শ্যুটিংয়ের সেট? জওয়ানদের পোশাকের হাতা বেরিয়ে কেন? মহেন্দ্র সিং ধোনি তো এখানেই বাহিনীর সঙ্গে ভোজ সেরেছিলেন, সেই জায়গা হাসপাতালের ওয়ার্ড হয়ে গেল? লেহ হাসপাতালে জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রীর মোলাকাত নিয়ে এমন নানা প্রশ্নই ঘোরাফেরা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই পরিস্থিতিতে সেনা বিবৃতি দিয়ে জানাল, বিভিন্ন মহল থেকে কুৎসাপূর্ণ ও ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। তা অত্যন্ত দুর্ভাগ্যের।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গালওয়ানে চিন-ভারত উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শুক্রবার আচমকা লাদাখে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। পরিস্থিতি পর্যালোচনার পর জওয়ানদের মনোবল বাড়ান  প্রধানমন্ত্রী। চিনের নাম না করে কড়া বার্তাও দেন। এরপরই তাঁর গন্তব্য ছিল লেহ সেনা হাসপাতাল। সেখানে আহত জওয়ানদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন প্রধানমন্ত্রী। ওই ছবি নিয়েই প্রশ্ন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিরোধী শিবিরের লোকজনরা অভিযোগ করেন, পুরোটাই নকল বা ফেক। অভিনেতাদের বসিয়ে শুটিং করেছেন প্রধানমন্ত্রী। নানা যুক্তিও তুলে ধরেন। কেউ প্রশ্ন তুলেছেন, ভেন্টিলেটর, অক্সিজেন নেই কেন? কারও প্রশ্ন,কেন চিকিৎসার কোনও সরঞ্জাম দেখা যাচ্ছে না? কেউ কেউ সংশয়প্রকাশ করেন, আসল জওয়ান তো? না অভিনেতাদের বসানো হয়েছে! বিতর্কের জেরে শনিবার বিবৃতি জারি করে সেনা জানাল,''লেহ জেনারেল হাসপাতালে (Leh General Hospital) প্রধানমন্ত্রীর সফর নিয়ে কুৎসা ছড়ানো হচ্ছে। তোলা হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। বীর সেনাদের চিকিৎসা নিয়ে এমন অভিযোগ দুর্ভাগ্যজনক। জওয়ানদের জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।''       


কনফারেন্স হলকে হাসপাতালে পরিণত করা হয়েছে অভিযোগ উঠেছে। সেনার ব্যাখ্যা,''ওই জায়গাটি জেনারেল হাসপাতালের অংশ। এই কঠিন পরিস্থিতিতে ১০০টি অতিরিক্ত শয্যা রাখা হয়েছে সেখানে। কোভিড-১৯ বিধির জন্য জেনারেল হাসপাতালের কয়েকটি ওয়ার্ডকে আইসোলেশন কেন্দ্র করা হয়েছে। সে কারণে অডিয়ো-ভিডিয়ো প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হলটিকে পরিণত হয়েছে  ওয়ার্ডে। এই হাসপাতালটিকে কোভিড চিকিৎসাকেন্দ্রও করা হয়েছে। কোভিডের কারণে  গালওয়ানের জখম জখম জওয়ানদের ওখানেই চলছে চিকিৎসা। ওই জায়গাতেই জওয়ানদের দেখতে গিয়েছিলেন সেনা প্রধান এমএম নারাভানে ও সেনা কম্যান্ডার।''       



বিরোধীদের অভিযোগ খণ্ডন করতেই সেনার তরফে বিবৃতি জারি করা হল বলে মত অনেকের।


আরও পড়ুন- ভিডিয়ো: শত্রুকে বার্তা, আবার নিমুতে সিন্ধু দর্শন পুজো নরেন্দ্র মোদীর