নিজস্ব প্রতিবেদন: শনিবার থেকে নিখোঁজ ছিলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান মীর ইদরিশ সুলতান। সোমবার তার হদিশ মিলল। জম্মু ও কাশ্মীর পুলিস দাবি করেছে সোপিয়ানের বাসিন্দা ইদরিশ হিজবুল মুজাহিদিনে ‌যোগ দিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পঞ্চায়েত জটে থমকে উন্নয়ন, ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী


উল্লেখ্য গত সোমবার রাজ্য পুলিসের কাছে ছেলের নিখোঁজ হওয়া সম্পর্কে অভি‌যোগ করেন মীরের বাবা মহম্মদ সুলতান মীর। কিন্তু এদিনই একটি স্থানীয় সংবাদপত্রে খবর প্রকাশিত হয় ‌যে ইদরিশ জঙ্গি সংগঠনে ‌যোগ দিয়েছেন। ইদরিশের একটি ছবিও প্রকাশ করা হয়। বলা হয়, হিজবুল নিজেই তা স্বীকার করেছে।


আরও পড়ুন-সিঙ্গল বেঞ্চে ফিরল পঞ্চায়েত মামলা, মঙ্গলবার দুপুর ২টো থেকে শুনানি


রাজ্য পুলিসের দাবি, সোপিয়ানের আরও দুই তরুণকে সঙ্গে নিয়ে হিজবুলে ‌যোগ দিয়েছেন ইদরিশ। সম্প্রতি ওই জওয়ানকে বিহারের কাটিহারে পাঠানো হয়। এরপর তার ঝাড়খণ্ডে পোস্টিং হওয়ার কথা ছিল। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও ওই জওয়ানের সেনাবাহিনীতে ‌যোগ দেওয়ার কথা স্বীকার করা হয়নি। শুধু নিখোঁজ হওয়ার কথা বলা হয়েছে।