মায়ানমার সীমান্তে `সার্জিক্যাল স্ট্রাইক` ভারতের
ওয়েব ডেস্ক : মায়ানমার সীমান্তে বড় মাপের জঙ্গি দমন অভিযান করল ভারত। নাগা জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার জেরে বহু নাগা খাপলাং জঙ্গি নিহত হয়েছে বলে ইস্টার্ন কম্যান্ড সূত্রের খবর। বুধবার ভোর ৪টে ৪৫ মিনিট নাগাদ হামলা চালানো হয়।
হামলার জেরে বেশ কয়েকজন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও পরে ইস্টার্ন কম্যান্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে, হামলার জেরে কোনও ভারতীয় জওয়ান আহত বা নিহত হননি।
এক বিবৃতি পেশ করে ইস্টার্ন কম্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে জঙ্গিরা। সঙ্গে সঙ্গেই জবাব দেয় ভারতীয় জওয়ানরা। এরপরই ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। আধা সামরিক বাহিনীর প্রায় ৭০ জনের একটি দল অভিযানে অংশ নেয়। তবে ভারতীয় জওয়ানরা সীমান্ত পেরোননি বলে ইস্টার্ন কম্যান্ডের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের থেকে 'পিছিয়ে পড়ল' ভারত