নিজস্ব প্রতিবেদন : জওয়ানদের আরও শক্তিশালী করার জন্য বিপুল টাকার অস্ত্র কেনার সিদ্ধান্ত নিল সেনাবাহিনী। পুরনো হাতিয়ার বাতিল করে কেনা হচ্ছে উন্নতমানের মেসিন গান, কারবাইন, অ্যাসল্ট রাইফেল। সবে মিলিয়ে খরচ হবে ৪০ হাজার কোটি টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতের ইনফ্যানট্রি ডিভিশনকে শক্তিশালী করার জন্য কেনা হচ্ছে ৭ লাখ রাইফেল, ৪৪ হাজার হালকা মেসিনগান, ৪৪ হাজার ৬০০ কারবাইন। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ওই অস্ত্র কেনার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে।


আরও পড়ুন-সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত বান্দিপোরা, মৃত লস্কর জঙ্গি


প্রতিবেশীদের সঙ্গে সংঘাতের কথা মাথায় রেখে তাদের হাতে আধুনিক অস্ত্র তুলে দেওয়ার ব্যাপারে বহুদিন ধরেই দাবি করে আসছে সেনাবাহিনী। সেই দাবি মেনেই এবার বিপুল টাকার অস্ত্র কেনার সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক। পাশাপাশি কেন্দ্র ডিআরডিও-কে দেশিয় প্র‌যুক্তিতে উন্নত ধরনের হালকা অস্ত্র তৈরি করার নির্দেশ দিয়েছে।


আরও পড়ুন-শিশুকে পিষে দিল কনভয়ের গাড়ি, ফের বিতর্কে যোগী মন্ত্রিসভার সদস্য