COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই কামনায় দিন গুনছে শুধু তাদের পরিবার নয়, গোটা কানপুর শহর, গোটা দেশ। সারা বিশ্ব। কানপুরের একটি নার্সিংহোমে অনিতা দেবী জন্ম দেন জোড়া সন্তানের। দুই সন্তানের শরীর আবদ্ধ একটি হৃদপিণ্ড, ফুসফুস ও পাকস্থলিতে।


১৬ জানুয়ারি এই জোড়া সন্তানের জন্ম হয় কানপুরের সরোজ নার্সিংহোমে। ডাক্তার রিশি রাজপুত জানান, খুব ধীরে হৃদস্পন্দন হচ্ছে। তাদের বাঁচার আশা খুবই কম। তাদেরকে এই মুহূর্তে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে।


অনিতা দেবীর স্বামী তাদের সন্তান জন্মানোকে দুর্ভাগ্যজনক বলেন। তিনি জানান, "আমাদের ভাগ্য খারাপ। ঈশ্বর রেগে আমাদের এমন শাস্তি দিলেন।"