নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ রুখতে সারা দেশে জারি রয়েছে লকডাউন ৩.০। গণপরিবহণ থেকে অনাবশ্যক দোকান, লকডাউনের জেরে বন্ধ সব। কিন্তু এর মধ্যেই অভিনব কৌশলে বিয়ে সারছেন দেশের যুগলরা। কোথাও পুলিসের গাড়ি করে বর বিয়ে করে আসছে, তো কোথাও কনেকে সাইকেলে বসিয়েই বাড়ি ফিরছে বর, কেউ কেউ তো আবার ভিডিয়ো কনফারেন্সেই বিয়ে সারছেন। তবে এবার লাঠি দিয়ে মালাবদল করে ভাইরাল মুম্বাইয়ের যুগল। বিয়ে হচ্ছে মন্দিরে, সামাজিক দূরত্ব অক্ষরে অক্ষরে পালন করে। কিন্তু মালাবদল হবে কী করে! অগত্যা লাঠিই ভরসা। কনে দুটো লাঠি দিয়ে দূর থেকেই মালা পরিয়ে দিল বরকে। বর ফের অন্য মালা লাঠি দিয়ে কনের গলায় পরিয়ে দিল। এভাবেই মালাবদল শেষ করলো তাঁরা। আর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গেই এক নিমেশে ভাইরাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



আরও পড়ুন:সব দায়িত্ব রাজ্যের, বিশেষ ট্রেনে পরিযায়ী শ্রমিকদের শুধু পৌঁছে দেবে রেলবরের মালা বর  কনের গলায় পরিয়ে দেয়। এটাই রীতি। কিন্তু মালার মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে নোভেল করোনাভাইরাস। তাই লাঠি দিয়েই কাজ সারলেন এই দুজন। যা দেখে খুশির হাসি হাসছেন উপস্থিত বর ও কনেপক্ষ। কিন্তু প্রশ্ন উঠেছে অন্য জায়গায়, গ্লাভস ব্যাবহার না করে একই লাঠি দিয়ে বর ও কনে মালাবদল করলো। তাহলে কার্য চরিতার্থ হলো কই! তবে প্রশ্ন যাই থাক, বিয়ের রীতি পালন করার অভিনব এই পন্থা মনে ধরেছে নেটিজেনদের। দেশ-বিদেশের সংবাদমাধ্যমে ছড়িয়েও পড়েছে এই খবর।