নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি রকেটে চড়ে মহকাশে পাড়ি দিল HysIS উপগ্রহ। পৃথিবীর ওপরে নজরে রাখবে এই উপগ্রহটি। পাশাপাশি এদিন বিভিন্ন  দেশের আরও ৩০টি উপগ্রহ নিয়ে মহাকাশে উড়ে গেল PSLVC43।




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-জ্বালিয়ে দেওয়া হল বাড়ি, পিটিয়ে মারা হল এক ব্যক্তিকে


বৃহস্পতিবার সকাল ৯টা ৫৮ মিনিটে শ্রীহরিকোটা থেকে উত্ক্ষেপণ করা হয় ৩৮০ কোটি ওজনের PSLVC43। এর মধ্যেই ছিল দেশের প্রথম হাইপাল স্পেকট্রাল ইমেজিং স্ট্যাটেলাইট HysIS। ১৭ মিনিটের মধ্যেই রকেট HysIS-কে কক্ষপথে স্থাপন করে পিএসএলভি।



আগামী পাঁচ বছরে কাজ করবে HysIS। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, HysIS এর প্রাথমিক কাজ হল পৃথিবীর ওপরে নজর রাখা। ইসরো আরও জানিয়েছে বাকী উপগ্রহগুলিকে ব্যবসায়ীক ভিত্তিতে উত্ক্ষেপণ করা হয়।


আরও পড়ুন-পরকীয়ায় স্ত্রীকে খুন! স্বামী ও প্রেমিকার যাবজ্জীবন কারাদণ্ড


প্রসঙ্গত, মোট ৮টি দেশের আরও ৩০টি উপগ্রহকে কক্ষপথে স্থাপন করেছে পিএসএলভি। এর মধ্যে ২৩টি হল মার্কিন যুক্তরাষ্ট্রের। বাকী উপগ্রহগুলি অস্ট্রেলিয়া, কানাডা, কলম্বিয়া, ফিনল্যান্ড, মালয়েশিয়া, নেদারল্যান্ডস ও স্পেনের।


এনিয়ে এমাসে দ্বিতীয়বার ফের মহাকাশে উপগ্রহ পঠাল ইসরো। গত ২৪ নভেম্বর ইসরো মহাকাশে পাঠিয়েছে জিস্যাট-২৯।