নিজস্ব প্রতিবেদন : সীমান্তে উত্তেজনা অব্যাহত। ভারত-চিন, দু'দেশ-ই সীমান্তে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে। একদিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিন যখন মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী মোতায়েন করছে, তখন পাল্টা জবাব দিতে প্রস্তুত ভারতের 'ঘাতক' কম্যান্ডোরাও। উল্লেখ্য, ১৫ জুন পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আগে তিব্বতের স্থানীয় ক্লাবগুলি থেকে মার্শাল আর্ট প্রশিক্ষকদের সেনাবাহিনীতে নিয়োগ করেছিল চিন। সূত্রের খবর, চিনা সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সম্প্রতি তিব্বতে পাঠানো হয়েছে আরও প্রায় ২০ জন মার্শাল আর্ট প্রশিক্ষককে। চিনের এই কৌশল সামনে আসতেই LAC-তে পাল্টা 'ঘাতক' কম্যান্ডোদের মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী এই ঘাতক কম্যান্ডো?
- বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কম্যান্ডোবাহিনী।
-  ৪৩ দিন ধরে তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
- কর্নাটকের বেলগামে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়।
- শারীরিক ক্ষমতা আরও বাড়াতে কড়া প্রশিক্ষণ দেওয়া হয় 'ঘাতক' কম্যান্ডোদের।
- প্রশিক্ষণের সময় ৩৫ কিলোগ্রাম ওজন নিয়ে টানা ৪০ কিলোমিটার ছুটতে হয় কম্যান্ডোদের।
- অস্ত্র প্রশিক্ষণ ছাড়াও ঘাতক কম্যান্ডোদের 'hand-to-hand combat'-এর প্রশিক্ষণ দেওয়া হয়।
- মার্শাল আর্টে দক্ষ হয় 'ঘাতক' কম্যান্ডোরা। 
- মরুভূমি ও দুর্গম এলাকার (high altitude) জন্য আলাদা প্রশিক্ষণ দেওয়া হয় এই 'ঘাতক' কম্যান্ডোদের।
- ঘটক কম্যান্ডোদের একটি ইউনিটে একজন অফিসার ও একজন JCO সহ ২২ জন কম্যান্ডো থাকেন। 
- ঠিক একইরকমভাবে আরেকটি দল রিজার্ভে প্রস্তুত থাকে। 
- ফলে সবমিলিয়ে একটি ইউনিটে ৪০ থেকে ৪৫ জন 'ঘাতক' কম্যান্ডো থাকেন।


আরও পড়ুন, লাদাখে একটু একটু করে ঢুকছে চিন, সতর্ক করেছিলেন বিজেপি-সহ এলাকার সব দলের নেতারা