নিজস্ব প্রতিবেদন : সৌদি সরকারের নতুন এক পদক্ষেপে কাজ হারাতে পারেন হাজার হাজার ভারতীয় শ্রমিক। পাশাপাশি কাজ চলে ‌যেতে পারে অন্যান্য দেশের শ্রমিকদেরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশে বেকারের সংখ্যার দিন দিন বাড়ছে। তাই নতুন এক শ্রম আইন আনছে সৌদি শ্রমমন্ত্রক। ওই আইনে ১২টি সেক্টরে বিদেশি শ্রমিকদের কাজ করার উপরে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ইতিমধ্যেই ওই আইনে সবুজ সংকেত দিয়েছেন দেশের শ্রমমন্ত্রী আলি বিন নাসের আল ঘাফিস।


বর্তমানে সৌদি আরবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন ১ কোটি ২০ লাখ বিদেশি শ্রমিক। এদের মধ্যে ৩০ লাখ ভারতীয়। ঝুকি ও কম বেতন সহ অন্যান্য কারণে ওইসব ক্ষেত্রে কাজ করতে চান না সৌদি নাগরিকরা। কিন্তু তারাই এখন বেকার হয়ে পড়ছেন। ২০১৭ সালের এটি হিসেব অনু‌যায়ী সৌদিতে ১৫-২৪ বছরের তরুণদের মধ্যে বেকারের সংখ্যা ৩২.৬ শতাংশ।


আরও পড়ুন-ব্যাপক ধস, বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স


আগামী ১১ সেপ্টেম্বর থেকে এইসব সেক্টরে বিদেশিদের কাজ করার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।


গাড়ি ও বাইকের শো রুমে কাজ।


রেডিমেড পোশাকের দোকানে সেলস বয়ের কাজ।


ফার্নিচারের দোকানে কাজ।


হোম অ্যাপ্লায়েন্স-এর দোকানে কাজ।


ইলেকট্রনিক্স এর দোকানের কর্মী।


ঘড়ির শো রুমে সেলসের কাজ।


চশমার দোকানে।


বিল্ডিং মেটিরিয়াল বিক্রির দোকানে।


অটো পার্টস বিক্রির দোকানে।


কার্পেট বিক্রির দোকানে।