নিজস্ব প্রতিবেদন: বিচ্ছিন্নতাবাদীরা নয়, এবার মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি করলেন কাশ্মীরের  এক মুফতি। তাঁর দাবি, খুব খারাপ অবস্থায় রয়েছেন ভারতীয় মুসলিমরা। ফলে পৃথক দেশ ছাড়া আর বাঁচার উপায় নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাশ্মীরের ডেপুটি মুফতি নাসির-উল-ইসলাম সংবাদ সংস্থা এএনআই এর সঙ্গে কথা বলার সময় ওই মন্তব্য করে বসেন। তিনি বলেন, “লাভ জিহাদ, গো রক্ষা-সহ বিভিন্নভাবে এদেশে মুসলিমদের হেনস্থা করা হচ্ছে। ভারতে মুসলিমরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী। এভাবে ‌যদি মুসলিমদের উপরে অত্যাচার চলতে থাকে তাহলে তাদের পৃথক রাষ্ট্র গড়তেই হবে। মুসলিমদের উচিত আলাদা রাষ্ট্র তৈরির দাবি করা।”


আরও পড়ুন-চালকের ভুলো মন, 'সেন্ট্রাল লক' বিভ্রাটে নাজেহাল তৃণমূল বিধায়ক


২০০০ সাল থেকে কাশ্মীরের ডেপুটি মুফতির পদে রয়েছেন মুফতি নাসির। ২০১২ সালে তাঁকে তাঁর বাবা ও কাশ্মীরের গ্রান্ড মুফতি বসির-উদ-দিন শরিয়তি আদালতের পরবর্তি প্রধান হিসেবে ঘোষণা করেন। ফলে রাজ্যের বিভিন্ন বিষয়ে তিনি মতামত দিয়ে থাকেন। ভারতীয় মুসলিমদের সম্পর্কে বলতে গিয়ে  মুফতি নাসির আরও বলেন, ‘দেশে মুসলিমরা খুবই খারাপ অবস্থায় রয়েছেন। সরকার কোনও সমাধান করছে না। তাহলে আর উপায় কী? পৃথক রাষ্ট্রের দাবি করতেই হবে।’