ওয়েব ডেস্ক : দেশে ফিরলেন উজমা। পাকিস্তানের আইনি যুদ্ধ শেষে, সেখানকার আদালতের নির্দেশ মত তাঁকে ওয়াঘা সীমান্ত পর্যন্ত ছেড়ে দিয়ে গেল পাক নিরাপত্তাকর্মীরা। তাঁকে স্বাগত জানিয়ে টুইটও করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পাক আদালতে ভারতীয় কূটনৈতিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ!


গত ২রা মে তাঁর বিয়ে হয় পাকিস্তানে। বছর কুড়ির তরুণীর অভিযোগ, তাঁকে গান পয়েন্টে রেখে বিয়ে করেছিল পাক নাগরিক তাহির আলি। বিয়ের আগে তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচারও করা হয়। এমনকি চুরি করে নেওয়া হয়েছে তার বৈধ ভ্রমণ সংক্রান্ত নথিপত্রও। ভারতীয় হাই কমিশনের মাধ্যমে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন উজমা। সেখানে অভিযোগ জানানোর পাশাপাশি, তিনি জানান, ভারতে তার থ্যালাসেমিয়া আক্রান্ত কন্যা সন্তান রয়েছে। আদালতে তিনি জানান, তাকে নিরাপদে ভারতে ফিরিয়ে দেওয়ারও আবেদন জানান তিনি। শেষ পর্যন্ত তাঁর আর্জি মেনে নিয়ে উজমাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় পাক আদালত।