নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার ভেঙে পড়ার ৭২ ঘণ্টা পর আরব সাগরে খোঁজ মিলল MiG-29K জেটের কিছু যন্ত্রাংশের। তবে নিখোঁজ পাইলট কমান্ডার নিশান্ত সিংয়ের এখনও কোনও হদিশ নেই। এমনটাই জানানো হয়েছে ভারতীয় নৌসেনার তরফে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-শহরের ৩ ওয়ার্ডে নতুন কয়েকটি কনটেনমেন্ট জোন ঘোষণা করল কলকাতা পুরসভা 


বৃহস্পতিবার নৌ বাহিনীর আইএনএস বিক্রমাদিত্য যুদ্ধ জাহাজ থেকে MiG-29K বিমান নিয়ে উড়েছিলেন কমান্ডার নিশান্ত সিং-সহ দুই পাইলট। রুটিন উড়ানের সময়েই বিমানটি নিখোঁজ হয়ে যায়। তার পর থেকে চলছে টানা তল্লাসি।


রবিবার ধ্বংসপ্রাপ্ত বিমানের জ্বালানী ট্যাঙ্ক, টার্বো চার্জার ও ল্যান্ডিং গিয়ারের সন্ধান পাওয়া গিয়েছে। তবে তা এখনও উদ্ধার হয়নি।


ঘটনার পর থেকেই দুর্ঘনাগ্রস্থ ওই MiG-29K বিমানের তল্লাসিতে নেমেছে ৯ যুদ্ধ জাহাজ ও ১৪ বিমান। ভারতীয় নৌসেনার ফাস্ট ইন্টারসেপ্টার ক্রাফটকেও কাজে লাগান হয়েছে। পাশাপাশি তল্লাসি চালাচ্ছে কোস্টাল পুলিসও।


আরও পড়ুন-অবরোধ করা হবে দিল্লি ঢোকার ৫ রাস্তা, কেন্দ্রকে ৪ শর্ত দিয়ে ঘোষণা আন্দোলনকারী কৃষকদের


উল্লেখ্য, গত মে মাসে কমান্ডার নিশান্ত সিংয়ের বিয়ে হয়েছিল। তা নিয়ে তিনি মজা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন। তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।