Rail: সফরের আগে দেখে নিন, আগামী ৩ মাস ৪৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করল রেল
ওইসব ট্রেনের মধ্যে রয়েছে কলকাতা ছুঁয়ে যাওয়া বেশ কয়েকটি ট্রেনও
নিজস্ব প্রতিবেদন: শীত ও অন্যান্য সমস্যার কারণে প্রায় ৩ মাসের জন্য বাতিল করা হচ্ছে বেশকিছু ট্রেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ১ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে ৪৬টি ট্রেন। ওইসব ট্রেনের মধ্যে রয়েছে কলকাতা ছুঁয়ে যাওয়া বেশ কয়েকটি ট্রেনও।
তালিকায় রয়েছে কলকাতা-ঝাঁসি এক্সপ্রেস, কামাক্ষা-ভগত কি কোঠি এক্সপ্রেস, ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস, পাটলিপুত্র-লখনউ এক্সপ্রেস।
দেখে নিন সম্পূর্ণ তালিকা
## ঝাঁসি-কলকাতা এক্সপ্রেস (৩ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি)
## কামাক্ষা-ভগত কি কোঠি এক্সপ্রেস ( ৩ ডিসেম্বর-১ মার্চ)
## ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস (৬ ডিসেম্বর-২ মার্চ)
## পাটলিপুত্র-লখনউ এক্সপ্রেস (১ ডিসেম্বর-২৮ ফেব্রুয়ারি)
## বারাণসী-মুজাফফরপর এক্সপ্রেস (১ ডিসেম্বর-২৮ ফেব্রুয়ারি)
## নয়াদিল্লি-মালদহ টাউন এক্সপ্রেস (২ ডিসেম্বর-১ মার্চ)
## আজমের-শিয়ালদহ এক্সপ্রেস (১ ডিসেম্বর থেকে ১ মার্চ)
## কলকাতা-নাঙ্গাল ডাম এক্সপ্রেস (২ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারি)
## কলকাতা-অমৃতসর এক্সপ্রেস (২ ডিসেম্বর-২৮ ফেব্রুয়ারি)
## মালদহ টাউন-আনন্দবিহার এক্সপ্রেস (৩ ডিসেম্বর-২৬ ফেব্রুয়ারি)
## হাতিয়া-আনন্দবিহার এক্সপ্রেস (১ ডিসেম্বর-১ মার্চ)
## টাটা-অমৃতসর এক্সপ্রেস (১ ডিসেম্বর-১ মার্চ)
## কাটিহার-অমৃতসর এক্সপ্রেস (১ ডিসেম্বর-১ মার্চ)
## আম্বালা ক্যান্ট-বারাউনি এক্সপ্রেস (১ ডিসেম্বর-১ মার্চ)
## আনন্দবিহার-সীতামারি এক্সপ্রেস (১ ডিসেম্বর- ১মার্চ)
## অমৃতসর-জয়নগর এক্সপ্রেস (১ ডিসেম্বর-১ মার্চ)
## হাওড়া-মথুরা এক্সপ্রেস (১ ডিসেম্বর-১ মার্চ)
সাপ্তাহিক ও দ্বিসাপ্তাহিক ট্রেনের তালিকা
## হরিদ্বার-ভালসদ (৮ ডিসেম্বর-২৩ ফেব্রুয়ারি)
## উজ্জ্বয়িনী-দেহরাদুন (২ ডিসেনম্ব-২৪ ফেব্রুয়ারি)
## আহমেদাবাদ-বারাণসী (২ ডিসেম্বর-২৪ ফেব্রুয়ারি)
## ভালসাদ-হরিদ্বার (৭ ডিসেম্বর-২৩ ফেব্রুয়ারি)
## আহমেদাবাদ-সুলতানপুর ( ৭ ডিসেম্বর-২২ ফেব্রুয়ারি)
## বান্দ্রা-হরিদ্বার (১ ডিসেম্বর-২৩ ফেব্রুয়ারি)
## হরিদ্বার-বান্দ্রা টার্মিনাস (২ ডিসেম্বর-২৪ ফেব্রুয়ারি)