নিজস্ব প্রতিবেদন: কর্মীদের আর নির্দিষ্ট কাজেই আটকে রাখা হবে না। বরং তাদের দিয়ে করানো হবে বিভিন্ন ধরনের কাজ। এমনই চিন্তাভাবনা করছে ভারতীয় রেল। বিষয়টি কীভাবে করা যায় তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের পরামর্শ মতো কর্মীদের বিভিন্ন কাজে নিয়োগ করা হবে। পরিকল্পনা করা হচ্ছে, শুধু টিটি-রাই নয় টিকিট পরীক্ষা করতে পারবেন আরপিএফ জওয়ানরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হাঁফ ছেড়ে বাঁচল আপ, করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এল কেজরির


কাদের দিয়ে কী কাজ করানোর ভাবনা


-ইলেক্ট্রিশিয়ান, ম্যাসন, ফিটার, কারপেন্টার, এসি টেকনিশিয়ানদের মার্জ করা হতে পারে।


-গেটম্যান ট্র্যাকম্যান, পয়েন্টস ম্যান-এদের ট্রেনিং দিয়ে একাধিক কাজে লাগানো হতে পারে।


-অফিস পিয়ন, অপারেটিং পিয়ন, ইঞ্জিনিয়ারিং পিয়ন, রেকর্ড শর্টার-এদেরও একসঙ্গে মিশিয়ে বিভিন্ন কাজ করানো হতে পারে।


-শান্টার, শান্টিং মাস্টার, টাওয়ার ওয়াগন ড্রাইভার, এদের টাওয়ার ওয়াগন শান্টার হিসেবে ব্যবহার করা হতে পারে।


-আরপিএফকে আর শুধু নিরাপত্তার দায়িত্ব নয়, দেওয়া হতে পারে টিকিট চেক করার দায়িত্বও।


-ফিটার, ইলেকট্রিশিয়ানদের মার্জ করা হতে পারে।


-এএসএম, এসএম, পয়েন্টস ম্যানদের ট্রেনিং দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে।