নিজস্ব প্রতিবেদন: মহিলাদের জন্য এবার অভিনব ব্যবস্থা নিল রেল। প্রকাশ্যে সন্তানকে স্তনদান করতে গিয়ে বেশ অস্বস্তিতেই পড়েন মহিলারা। এবার কেরলের কোল্লাম স্টেশনে অন্তত সেই অবস্থায় পড়তে হবে না তাঁদের। সন্তানদের স্তনদানের জন্য বসল ব্রেস্ট ফিডিং কেবিন। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেরলের কোল্লাম রেল স্টেশনে দুটি ব্রেস্ট ফিডিং কেবিন বসাল রেল। কোল্লাম দিয়ে শুরু। রাজ্যের সব স্টেশনেই এই ধরনের কেবিন তৈরি করা হবে বলে জানিয়েছে রেল। পিঙ্ক রঙ করে কোল্লাম স্টেশনে ওই দুটি ব্রেস্ট ফিডিং কেবিনকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেবিনে থাকছে মায়েদের জন্য বসার আসন, ফ্যান, লাইট। এটি তৈরি করতে খরচ হয়েছে ৫০ হাজার টাকা।


আরও পড়ুন-'প্রেমিক'-এর সঙ্গে আঁতাত করে মদ খাইয়ে স্বামীকে খুনের চেষ্টা স্ত্রীর!


কেরলে এই ধরনের ব্রেস্ট ফিডিং কেবিন তৈরির পরিকল্পনা করা হয়েছিল বাস স্টপগুলিতে। কিন্তু অপব্যবহারের আশঙ্কায় সেই পরিকল্পনা শেষ প‌র্যন্ত বাতিল করা হয়। শেষপ‌র্যন্ত রেল স্টেশনেই বসল ওই কেবিন।