নিজেস্ব প্রতিবেদন : এবার আপনার ট্রেন যাত্রা আরও সুখকর হয়ে উঠতে চলেছে। ভারতীয় রেল ৫০০টির বেশি দূরপাল্লার ট্রেনের যাত্রার সময় কমাতে চলেছে। চলতি বছরের নভেম্বর থেকেই নতুন সময় কার্যকর করা হবে বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কথা চলছিল বেশ কিছু দিন ধরেই। অবশেষে চলতি মাসে রেলমন্ত্রী পীযূষ গোয়েল তাতে সবুজ সংকেত দেন। এরপরই নতুন সময়সূচী তৈরির কাজ শুরু হয়ে যায়। রেলমন্ত্রক সূত্রে খবর, সময়সূচী পরিবর্তনের ফলে ট্রেনগুলির যাত্রাকাল ১৫ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত হ্রাস পেতে পারে। শুধু যাত্রার সময় হ্রাস পাওয়াই নয়, ট্রেনগুলি পরিষ্কার করা থেকে রক্ষণাবেক্ষণের কাজের ক্ষেত্রেও কর্মীরা এই নতুন পদ্ধতিতে সময় বেশি পাবেন।


আরও পড়ুন- পদত্যাগ করলেন সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার


রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন পদ্ধতিতে ট্রেনগুলিকে দুই ভাবে কাজে লাগানো হবে। প্রথমত, অভ্যন্তরীন অডিটের মাধ্যমে প্রথম দফায় ৫০টি ট্রেনের সময়সূচীর পরিবর্তন করা হবে। এরপর সেই তালিকায় ঢুকে পড়বে আরও ৫০০টি ট্রেন। এখানেই শেষ নয়, বেশকিছু ট্রেনকে মেল ও এক্সপ্রেস থেকে সুপার ফাস্টে উন্নিত করা হবে। এছাড়াও, যে স্টেশনগুলিতে যাত্রী সংখ্যা কম সেখানে থেকে স্টপেজ বাতিলের পথেও হাটতে চলেছে রেল।