পদত্যাগ করলেন সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার

Updated By: Oct 20, 2017, 03:44 PM IST
পদত্যাগ করলেন সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার

নিজস্ব প্রতিবেদন : অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগির পর পদত্যাগ করলেন সলিসিটর জেনারেল রঞ্জিত কুমার। মাসকয়েক আগে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন মকুল রোহতগি। শুক্রবার পদত্যাগের পর বর্ষীয়ান আইনজীবী রঞ্জিত কুমার জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই এই ইস্তফা। পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চান তিনি। এক লাইনের পদত্যাগপত্রেও সেকথাই লিখেছেন রঞ্জিত কুমার। ইস্তফাপত্রে তিনি লিখেছেন, "কিছু পারিবারিক কারণে এই মুহূর্ত থেকে ইস্তফা দিচ্ছি।"

২০১৪-য় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার ক্ষমতায় আসার পর সলিসিটর জেনারেল পদ থেকে পদত্যাগ করেন মোহন পরাসরন। সেই বছরই জুন মাসে সলিসিটর জেনারেল পদে নিয়োগ করা হয় সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী রঞ্জিত কুমারকে। ২০১৭-র জুনে শেষ হয় সেই মেয়াদ। কিন্তু বিশেষ কারণে তখন রঞ্জিত কুমারের কার্যকালের মেয়াদ বাড়ানো হয়।

সলিসিটর জেনারেল পদে নিযুক্ত হওয়ার আগে গুজরাট সরকারের আইনজীবী ছিলেন রঞ্জিত কুমার। গুজরাট সরকারের হয়ে তাঁর লড়া বিভিন্ন মামলার মধ্যে উল্লেখযোগ্য হল সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলা।

আরও পড়ুন, দীপাবলিতে শব্দবাজির বিরোধিতা করে ট্রোলিং-এর শিকার কোহলি

.