ওয়েব ডেস্ক : বাতিল টিকিটের টাকার পরিমাণে এবার তাক লাগাল ভারতীয় রেল। ২০১৬-১৭ অর্থবর্ষে বাতিল টিকিটের থেকে রেলের আয় হয়েছে ১৮ কোটি টাকার বেশি। গত বছরের তুলনায় যা প্রায় সাড়ে ২৫ শতাংশেরও বেশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেল মন্ত্রকের অধীনে থাকা সংস্থা সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের(CRIS) থেকে দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবর্ষে দেশের প্রায় প্রতিটি রুটে বাতিল টিকিটের থেকে আয় হয়েছে ১৪.৭ লাখ টাকা। ২০১৫-১৬ অর্থবর্ষে যে পরিমাণ ছিল ১১.২৩ কোটি টাকা।


CRIS-এর তরফে জানানো হয়েছে, শুধুমাত্র রিজার্ভড টিকিটের থেকেই নয়, আন-রিজার্ভড টিকিটের থেকেও আয় হয়েছে প্রচুর টাকা।


আরও পড়ুন- "আমি বিজেপির আইটেম গার্ল", মন্তব্য সপার বিতর্কিত নেতা আজম খানের