শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ২ দিন পার। বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় এখনও শনাক্ত করা যায়নি ৮৪ জনের দেহ! তাহলে? মৃতদের পরিচয় জানতে এবার হেল্পলাইন নম্বর চালু করল ভারতীয় রেল। সঙ্গে ভুবনেশ্বর পুরসভাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেল সূত্রে খবর, ঘড়িতে তখন ৩টে ১৫ মিনিট। শুক্রবার নির্দিষ্ট সময়েই হাওড়ার শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। গন্তব্য, চেন্নাই। এরপর সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের হানগা বাজারের দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। কীভাবে? মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল। কোনওমতে রক্ষা পায় ৩ বগি! 


আরও পড়ুন: Coromandel Express Accident: দুর্ঘটনার আগের মুহূর্তে কী হয়েছিল, কী বললেন করমণ্ডল এক্সপ্রেসের চালক


বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৭৫। আহত বহু। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 'যে পরিস্থিতিতে এই  দুর্ঘটনা ঘটেছে এবং প্রশাসনিকভাবে যে তথ্য পাওয়া গিয়েছে, সেটা মাথায় রেখে সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেল বোর্ড'।


মৃতদের শনাক্ত করতে হেল্পলাইন নম্বর
----------------------------
ভারতীয় রেল- ১৩৯
ভুবনেশ্বর পুরসভা--১৮০০৩৪৫০০৬১/১৯২৯


অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে যাত্রী ছিলেন রাজ্যের অনেকেই। দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, এদিন নবান্নের কাছে টোল প্লাজা তাঁদের শেষশ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'এখনও পর্যন্ত ৭৩ মৃতদেহ আমাদের কাছে এসে পৌঁছেছে। কিন্তু ৯০ জনের লিস্ট আমাদের কাছে শনাক্ত হয়ে আছে। বাকি দেহগুলি শনাক্ত করার চেষ্টা চলছে। পরিবারের কাছে ছবি চেয়েছি'। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)