নিজস্ব প্রতিবেদন : প্রায় একলাখ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করল ভারতীয় রেল। সহকারী চালক, টেকনিশিয়ান, গ্যাংম্যান, সুইচম্যান, ট্র্যাকম্যান, কেবিনম্যান, ওয়েলডার, হেল্পার ও পোর্টার পদের জন্য  মোট ৮৯হাজার ৫০০টি শূন্যপদ রয়েছে। রেলমন্ত্রক সূত্রে খবর, এই ৮৯হাজার ৫০০টি পদ ছাড়াও, নিরাপত্তা সংক্রান্ত প্রায় ১.২ লক্ষ পদও খালি পড়ে রয়েছে। ধীরে ধীরে সেখানেও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কর্মসংস্থান নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরোধীদের চাপের মুখে পড়েছিল মোদী সরকার। রাজনৈতিক মহলের ধারণা, এই প্রসঙ্গে বিরোধীদের মুখ বন্ধ করতেই তড়িঘড়ি রেলে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হল।


রেলমন্ত্রী পীযূষ গোয়েল নিজেই এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে টুইট করেছেন। তিনি জানিয়েছেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের পাশাপাশি, রেলের নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে। ফলে, সেখানেও নিয়োগ হবে অবিলম্বে।


মন্ত্রক সূত্রে খবর, ২০১৬-১৭ অর্থবর্ষে যেখানে কর্মীদের বেতন বাবদ খরচ হত ৬৯,৭১৩ কোটি টাকা, সেখানে ২০১৭-১৮ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৭২,৭০৫.৫৭ কোটি টাকা। এবারের নিয়োগ প্রক্রিয়া শেষ হলে ২০১৮-১৯ অর্থবর্ষে সেই খরচ বেড়ে দাঁড়াবে ৭৬,৪৫১.৮৯ কোটি টাকায়।


নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে ক্লিক করুন নিচের লিঙ্কে-


রেলে লক্ষাধিক নিয়োগ, জানালেন মন্ত্রী