ওয়েব ডেস্ক : ভারতীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল দেশে বুলেট ট্রেন চালানোর কথা। ইতিমধ্যেই প্রথম ধাপে সেই কাজ শুরুও করেছে রেল। দিল্লি ও আগ্রার মধ্যে চালানো হচ্ছে গতিমান এক্সপ্রেস। মাত্র ১০৫ কিলোমিটার গতিতে ট্রেনটি চালানো হচ্ছে সেখানে। এই পরিস্থিতিতে এবার গতিমান এক্সপ্রেসের পরই চালানো হবে সেমি বুলেট ট্রেন। ট্যালগো কোচ যুক্ত এই ট্রেনটির আজই সফল পরীক্ষামূলক যাত্রা করানো হল। প্রথম ধাপে বারেইলি থেকে মোরাদাবাদ পর্যন্ত এই পরীক্ষামূলক যাত্রা করানো হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কি রয়েছে এই ট্যালগো ট্রেনে?


১) বিশেষ প্রযুক্তি যুক্ত এই ট্রেনের কোচগুলি বেলজিয়াম থেকে আনানো হয়েছে।
২) ট্রেনটি ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিবেগে চলতে পারে। তবে, সাধারণভাবে ১১৫ থেকে ১২৫ কিলোমিটার গতিবেগের মধ্যে সীমিত রাখা হবে ট্রেনটিকে।
৩) ট্রেনের কোচগুলি অপেক্ষাকৃত হালকা। ফলে, বিদ্যুতের ব্যাবহারও অনেকটা কম হবে তাতে।
৪) ট্রেনটিতে দুটি এক্সিকিউটিভ ক্লাসের কোচ, ৪টি চেয়ার কার এবং একটি ক্যাফেটেরিয়া থাকছে।


রেলমন্ত্রক সূত্রে খবর, প্রথম ধাপে পরীক্ষামূলক ভাবে বারেইলি থেকে মোরাদাবাদ পর্যন্ত চালানো হবে ট্রেনটি। এরপর তা দিল্লি থেকে মুম্বইয়ের মধ্যে পাকাপাকি ভাবে চলছে।