নিজস্ব প্রতিবেদন: সাত মাসের মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের উত্পাদন শিল্প! এমনটাই জানাচ্ছে মার্কিট ইন্ডিয়া সার্ভিসেস পার্চেজিং ম্যানেজার্স(PMI)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-শুরু হয়েছে ব্যারাজের ক্ষতিগ্রস্ত লকগেট সারাইয়ের কাজ, টানা চারদিন জল নেই দুর্গাপুরে


পিএমআই জানিয়েছে, অক্টোবর মাসে দেশে কলকারখানায় গত এক দশকের মধ্যে সর্বোচ্চ উত্পাদন হয়েছে। ওই মাসে উত্পাদন হয়েছে ৫৪.১ শতাংশ। সেপ্টেম্বর মাসে তা ছিল ৪৯.৮ শতাংশ। এই সূচক ৫০ শতাংশের ওপরে থাকলে বুঝতে হবে দেশে উত্পাদন বাড়ছে। পিএমআই প্রধান পলিয়ান্ন ডি লামা জানিয়েছেন, করোনার কারণে যে ভাবে দেশে উত্পাদন কমেছিল তা শেষপর্যন্ত ঘুরে দাঁড়াতে শুরু করেছে।


পিএমআই অবশ্য জানিয়েছে দেশে কর্মসংস্থানের জায়গা ফের এমাসে কমছে। সেপ্টেম্বরে দেশে কর্মসংস্থানের হার বাড়লেও অক্টোবরে তা ফের কমেছে। ওই মাসে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েচে ৬.৯৮ শতাংশ।  সেপ্টেম্বরে তা ছিল ৬.৬৭ শতাংশ।


আরও পড়ুন-থার্ড ওয়েভের লাল সংকেত! ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পার করল ৬০০০


এদিকে, দেশের জিডিপি বৃদ্ধির হার বছরের শেষ অনেকটাই নেমে যাবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে মঙ্গলবার তিনি জানিয়েছেন, দেশে রপ্তানির হার বাড়ছে। শিল্পক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, কর্ম সংস্থানের সম্ভাবনাও তৈরি হয়েছে। জিএসটি আদায় বেড়েছে। দক্ষ, অদক্ষ শ্রমিকরা কাজ ফিরে পাচ্ছেন। সবেমিলিয়ে দেশের অর্থনীতি ফের ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে।