1/5
মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হয়েছে দুর্গাপুর ব্যারাজের ক্ষতিগ্রস্ত লকগেট সারাইয়ের কাজ। লকগেটের সামনে যে জমা জল আছে সেই জলকে পাম্প দিয়ে বের করা হচ্ছে। সেচ দফতরের আশা কাজ সম্পূর্ণ করা যাবে বুধবার রাতের মধ্যেই। বৃহস্পতিবার থেকেই এলাকার মানুষ পানীয় জল পাবেন বলে আশা করছেন তাঁরা। সারাইয়ের কাজ শুরু হওয়ার পর রাত বারোটা থেকে সকাল ৫ টা পর্যন্ত ব্রিজের উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।
2/5
দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডে সরকারি আবাসনগুলোতে জল সরবারহ প্রায় বন্ধ। শুধু মাত্র সরকারি আবাসন নয় দুর্গাপুরে বিভিন্ন এলাকাতেই শুরু হয়েছে জল সঙ্কট। যেখানে জল পাওয়া যাচ্ছে সেখানেই লম্বা লাইন। রাতে মেরামতি শুরু হওয়ার কথা থাকলেও, জল লিক করতে থাকায় দুর্গপুর ব্যারাজের ভেঙে যাওয়া লকগেট সারাইয়ের কাজ শুরু করতেই পারল না সেচ দফতর। মঙ্গলবার বিকেল দিকে বালির বস্তা দিয়ে ঘিরে জল আটকানো সম্ভব হলেও, রাতে ফের জল ঢুকতে থাকে।
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
photos