নিজস্ব প্রতিবেদন: বাজেট পেশের আগেই সবুজ সংকেত দিল শেয়ার বাজার। বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই ২৫০ পয়েন্ট বেড়ে এদিনের সর্বোচ্চ সূচকে পৌঁছয় সেনসেক্স (৩৬,২২৬.৯৭)। নিফটিও ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১১,১১০ সূচকে। এ দিন বিশ্বের বাজারগুলিও চাঙ্গা থাকার দরুণ ভারতের বাজারে গতি দেখা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এবারই প্রথম হিন্দিতে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট পেশের সময়ও সেনসেক্স ও নিফটির বৃদ্ধি অব্যাহত থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছে, মোদী সরকারের এই দুই বাজেট অর্থবর্যে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সেনসেক্স। বিদেশি বিনিয়োগকারীর পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীরাও সুদূরপ্রসারী বিনিয়োগের পথে হাঁটছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।


আরও পড়ুন-  বাজেট ২০১৮: সংসদে বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি


জেটলির বাজেট পেশের সময় ১৪৯৫টি শেয়ার চাঙ্গা দেখা গিয়েছে। মূলত, এলএ্যান্ডটি, মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্র মতো মোটর সেক্টর রয়েছে উপরের দিকে। পাশাপাশি টাটা স্টিল, কোল ইন্ডিয়া, ডিআরএল স্টক সবচেয়ে দুর্বল দেখা গিয়েছে।


আরও পড়ুন- আসন্ন বাজেটে কোন কোন ক্ষেত্রে কমতে পারে আয়কর, রইল ৭ সম্ভাবনার কথা