Lok Sabha Election Results 2024: শেয়ার বাজারে বড় ধস! কয়েক মিনিটের মধ্যে কোটি কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা...
Lok Sabha Election Results 2024: লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হতে-না-হতেই ধস নামল শেয়ার বাজারে। তাবড় কোম্পানির শেয়ারে বড় মাপের ধস! বেকায়দায় আদানির শেযার! কয়েক মিনিটের মধ্যে কোটি কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হতে-না-হতেই ধস নামল শেয়ার বাজারে। তাবড় কোম্পানির শেয়ারে বড় মাপের ধস! বেকায়দায় আদানির শেযার! কয়েক মিনিটের মধ্যে কোটি কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা।
গতকাল সোমবার লম্বা দৌড়ের পর আজ, মঙ্গলবার বাজারে এল ঘোর পতন। আজ, ভোটের ফল প্রকাশের সকালে বাজার খুলতেই উল্কা গতিতে শেয়ার বাজারে পতন দেখা গেল। মূল সূচকগুলি ২ শতাংশেরও বেশি কমল। আজ সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় ২.০৮ শতাংশ অথবা ১৫৯৩.১১ পয়েন্ট হ্রাস পেয়ে হয় ৭৪৮৭৫.৬৭। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় ৫০১.৮৫ পয়েন্ট নিম্নগামী হয়ে ছিল।
এদিন নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০-র সূচক প্রায় ২.৪৭ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। সেক্টরগুলির প্রত্যেকটিতে বড় ধস নেমেছে। আজ সবচেয়ে বেশি ধস নেমেছে নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি এনার্জি, নিফটি কনজাম্পশন, নিফটি কমোডিটিজ, নিফটি ইনফ্রা, নিফটি পিএসই, নিফটি সার্ভিস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচকে।
বড় ক্ষতির মুখে পড়েছে আরইসি, আদানি গ্যাস, ভারত ইলেকট্রনিক্স, পাওয়ার ফিনান্স কর্পোরেশন, ডিবি রিয়েলটি, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, কোল ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়ান ব্যাঙ্ক, এসজেভিএন, গেল (ইন্ডিয়া), আদানি এন্টারপ্রাইজেস, ব্যাঙ্ক অফ বরোদা, হাডকো এবং এমসিএক্স ইন্ডিয়ার শেয়ার।
আরও পড়ুন: Serampore Lok Sabha Election Result: প্রথম রাউন্ডশেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এগিয়ে ১৩৬৯৫ ভোটে...
আজ, মঙ্গলবার বাজারের শীর্ষ অর্জনকারীদের তালিকায় রয়েছে রতন ইন্ডিয়া পাওয়ার, অ্যাভিনিউ সুপারমার্ট, শ্যাফলার ইন্ডিয়া, ডাবর ইন্ডিয়া, সাফ্যায়ার ফুডস, কোলগেট পামোলিভ, অরবিন্দ লিমিটেড, ম্যারিকো, হিন্দুস্তান ইউনিলিভার, ফাইভ স্টার বিজনেস ফিনান্স, ডিভিস ল্যাবস, কেইআই ইন্ডাস্ট্রিজ এবং কল্যাণ জুয়েলার্সের স্টক।