পোল্যান্ডে ভারতীয় ছাত্রকে মারধরের ঘটনার রিপোর্ট তলব করলেন সুষমা স্বরাজ
পোল্যান্ডে এক ভারতীয় ছাত্রকে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এব্যাপারে পোল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত অজয় বিসারিয়ার সঙ্গেও কথা বলেন তিনি। টুইটারে একথা জানিয়েছেন স্বয়ং বিদেশমন্ত্রী। সম্প্রতি পোজনান শহরে ট্রামের মধ্যে ভারতীয় ছাত্রকে মারধরের খবর পান সুষমা।
ওয়েব ডেস্ক: পোল্যান্ডে এক ভারতীয় ছাত্রকে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এব্যাপারে পোল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত অজয় বিসারিয়ার সঙ্গেও কথা বলেন তিনি। টুইটারে একথা জানিয়েছেন স্বয়ং বিদেশমন্ত্রী। সম্প্রতি পোজনান শহরে ট্রামের মধ্যে ভারতীয় ছাত্রকে মারধরের খবর পান সুষমা।
আরও পড়ুন বাড়ছে স্বাস্থ্য ও গাড়ি বিমার খরচ
প্রথমে খবর আসে মারধরে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পরে অবশ্য ভারতীয় রাষ্ট্রদূত জানান, না মারা যাননি বরং, প্রাণে বেঁচে গিয়েছেন ওই ছাত্র। তিনি নিজে ওই ছাত্রের সঙ্গে কথাও বলেছেন, বলে জানিয়েছিলেন। তবে তদন্তের স্বার্থে ওই ছাত্রের পরিচয় এখনও গোপন রেখেছে বিদেশমন্ত্রক।
আরও পড়ুন সুপ্রিম কোর্টে হাজিরা দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি CS কারনান