ওয়েব ডেস্ক : ফাঁস নয়, রীতিমতো পরিকল্পনা করে চুরি করা হয়েছে স্করপিন সাবমেরিনের গুরুত্বপূর্ণ নথি। আজ এমনই চাঞ্চল্যকর দাবি করল ফরাসি সরকার।  গতকালই অস্ট্রেলিয়ান সংবাদপত্রে স্করপিন সাবমেরিনের গুরুত্বপূর্ণ নথি ফাঁসের বিষয়টি নজরে আসে। নৌসেনা প্রধানকে তদন্তের নির্দেশ দেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর। যৌথ তদন্ত শুরু করে ফরাসি সরকারও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পাকিস্তানকে এবার এই ভাষাতেই জবাব ভারতের!


সেখানেই তদন্তকারীদের দাবি, ফাঁস নয়। চুরি করা হয়েছে স্করপিন সংক্রান্ত নথি। গুরুত্বপূর্ণ এই তথ্যটি প্রকাশ পরই গোটা ঘটনাটি নিয়ে শুরু হয়েছে হৈচৈ।  তবে, এজন্য অস্ত্র নির্মানকারী সংস্থা DCNSকে দায়ী করছে না ফরাসি তদন্তকারীরা। তাঁদের দাবি, চুরির পিছনে হাত রয়েছে কোনও এক ব্যক্তির।