নিজস্ব প্রতিবেদন: দিন যত এগোচ্ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। দিনের পর দিন, দৈনিক আক্রান্তের গতিও ত্বরান্বিত হচ্ছে। ইতালি, স্পেন ও আমেরিকায় মৃত্যুলীলা অব্যাহত। ভারতেও এর ব্যতিক্রম নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর সংখ্যা একশো ছাড়িয়ে গেছে। রবিবার সকাল ৯ টার বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, তখনও পর্যন্ত এই মারণ ভাইরাস সংক্রমণে সারা দেশে ৭৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সেই সংখ্যা একলাফে বেড়ে ১০৯। অর্থাৎ মাত্র ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে ৩২ জনের। যা ভারতে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত চব্বিশ ঘন্টায় ৬৯৩ জনের মধ্যে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ভয়ঙ্কর ভাবে ৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দেশে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০৭৭ জন। যার ৩৬৬৬ জনের চিকিৎসা চলছে । সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২৯১ জন। করোনা সংক্রমণের পর এটা চতুর্থ দিন যখন ভারতে একদিনে ৫০০ এরও বেশি করোনা আক্রান্তর খবর মিলেছে। সারা দেশের ৩০ শতাংশ করোনা আক্রান্তর সঙ্গে তাবলিঘি জামাতের যোগ রয়েছে। এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।


আরও পড়ুন- ৯ মিনিটের 'মোদী সংকল্প' পালনের পর দেশকে আলোয় ফেরাতে রুদ্ধশ্বাস লড়াই পাওয়ার গ্রিডের


স্বাস্থ্য মন্ত্রক সূত্রে রাজ্যভিত্তিক যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রে। পশ্চিমবঙ্গের খবর কিছুটা হলেও স্বস্তির। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এখন ভারতে প্রতি ৪.১ দিনে করোনা আক্রান্তর সংখ্যা দ্বিগুণ হচ্ছে। এই দ্বিগুণ হওয়ার সময়কাল ৭.১ দিন হত যদি না দিল্লির তাবলিঘি জামাতের ঘটনা ঘটত। অর্থাৎ দিল্লির ঘটনার জেরে ভারতে করোনা যথেষ্ট দ্রুত সংক্রামিত হচ্ছে। যার জেরে রীতিমত আতঙ্কে ১৩০ কোটি ভারতীয়।