ওয়েব ডেস্ক : SAARC গোষ্ঠীভুক্ত দেশগুলিকে উপগ্রহ উপহারের পর নয়া উদ্যোগ ISRO-র। সম্ভবত জুনেই ভারতের সবচেয়ে শক্তিশালী রকেটটি উত্ক্ষেপণ করতে চলেছে ISRO। সেই লক্ষ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোরকদমে প্রস্তুতি। আগেই পরীক্ষামূলক উত্ক্ষেপণে এসেছে সাফল্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল-মার্ক III (GSLV Mk III) ওজনে ৬৪০ টন। এই রকেটের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল- এর প্রধান ও বিশালাকার ক্রায়োজেনিক ইঞ্জিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছেন ভারতীয় বিজ্ঞানীরা।


বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর কে সিভান বলেন, "১২ বছরের পরিশ্রমের ফল সম্ভবত জুনেই পাওয়া যাবে। GSAT-১৯ উপগ্রহ নিয়ে মহাকাশে উড়ে যাবে GSLV Mk III"।


আরও পড়ুন,