জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: মঙ্গলবার থেকে দেওঘর-কলকাতা রুটে বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো। গত ২৯ জুন ওই রুটে বিমান চালানোর অনুমতি দেয় ডিজিসিএ। ওই রুটে এবার A321 ও B737 বিমান চালবে ইন্ডিগো। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের লক্ষ্য দেশের মধ্যে বিমান পরিষেবা বাড়ানো। আগামী ১২ জুলাই থেকে দেওঘর ও কলকাতার মধ্য়ে বিমান পরিষেবা চালু করা হবে।


আপাতত সপ্তাহে ৪ দিন দেওঘর-কলকাতার বিমান মিলবে। ধীরে ধীরে বিমানের সংখ্য়া বাড়ানো হবে। সংস্থার কর্তা সঞ্জয় কুমার জানিয়েছেন, কলকাতা-দেওঘর সাড়ে সাত ঘণ্টার রাস্তা রাস্তা এবার ১ ঘণ্টা ২৫ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে। এর ফলে মানুষজন খুব সহজেই বৈদ্যনাথ মন্দির, ত্রিকূট পর্বত, নওলাখা মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আগামী ১৪ জুলাই থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনি ও রবিবার দেওঘর যাওয়ার বিমান পাওয়া যাবে।


আরও পড়ুন-Sealdah Metro: শিয়ালদহ মেট্রো নিয়ে সংঘাত তুঙ্গে, উদ্বোধনের আগেই উত্তরবঙ্গে মমতা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)