Deoghar-Kolkata Flight: শ্রাবণী মেলার আগেই বড় ঘোষণা, মঙ্গলবার থেকে শুরু দেওঘর-কলকাতা বিমান পরিষেবা
আপাতত সপ্তাহে ৪ দিন দেওঘর-কলকাতার বিমান মিলবে
জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: মঙ্গলবার থেকে দেওঘর-কলকাতা রুটে বিমান পরিষেবা চালু করছে ইন্ডিগো। গত ২৯ জুন ওই রুটে বিমান চালানোর অনুমতি দেয় ডিজিসিএ। ওই রুটে এবার A321 ও B737 বিমান চালবে ইন্ডিগো।
ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের লক্ষ্য দেশের মধ্যে বিমান পরিষেবা বাড়ানো। আগামী ১২ জুলাই থেকে দেওঘর ও কলকাতার মধ্য়ে বিমান পরিষেবা চালু করা হবে।
আপাতত সপ্তাহে ৪ দিন দেওঘর-কলকাতার বিমান মিলবে। ধীরে ধীরে বিমানের সংখ্য়া বাড়ানো হবে। সংস্থার কর্তা সঞ্জয় কুমার জানিয়েছেন, কলকাতা-দেওঘর সাড়ে সাত ঘণ্টার রাস্তা রাস্তা এবার ১ ঘণ্টা ২৫ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে। এর ফলে মানুষজন খুব সহজেই বৈদ্যনাথ মন্দির, ত্রিকূট পর্বত, নওলাখা মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আগামী ১৪ জুলাই থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনি ও রবিবার দেওঘর যাওয়ার বিমান পাওয়া যাবে।
আরও পড়ুন-Sealdah Metro: শিয়ালদহ মেট্রো নিয়ে সংঘাত তুঙ্গে, উদ্বোধনের আগেই উত্তরবঙ্গে মমতা