জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে, সরবজিৎ সিং। পঞ্জাবের ফরিদকোট কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা করেছেন। সরবজিৎ সিং হলেন ইন্দিরা গান্ধীর অন্যতম ঘাতক বিয়ন্ত সিংয়ের ছেলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিয়ন্ত সিং, সতবন্ত সিং দুজন ইন্দিরা গান্ধীর দেহরক্ষী হিসাবে কাজ করতেন। তাঁরাই ১৯৮৪ সালের ৩১ অক্টোবর দেশের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁরই বাড়িতে গুলি করে হত্যা করে। বিয়ন্তকে সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীদের হাতে হত্যা করা হয়। এবং সতবন্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ফাঁসি দেওয়া হয়।


আরও পড়ুন: Sikkim: এবার ১৭ হাজার ফুট উচ্চতায় অ্যান্টি-ট্যাংক মিসাইল! এসে গেল পূর্ব ভারতের নতুন প্রহরী...


৪৫ বছর বয়সী সরবজিৎ জানিয়েছেন ফরিদকোটের লোকেরা তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদন করেছে। তারই জন্য তিনি ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, নির্দল প্রার্থী হয়েই লড়বেন সরবজিৎ। আম আদমি পার্টি এই আসনে তাদের প্রার্থী করমজিৎ আনমোলকে মনোনীত করেছে। করমজিৎকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ঘনিষ্ঠ মনে করা হয়।


সরবজিৎ দ্বাদশ শ্রেণীর ড্রপআউট এবং মোহালির বাসিন্দা। তিনি গ্রাজুয়েশনের জন্য চণ্ডীগড়ের খালসা কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু কোর্স শেষ করেননি। সরবজিৎ ২০০৪ সালের লোকসভা নির্বাচনে বাটিন্ডা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু ১.১৩ লক্ষ ভোটে পরাজিত হন। তিনি বার্নালার ভাদৌর আসন থেকে ২০০৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনেও হেরেছিলেন।


আরও পড়ুন:Delhi CS Booked: আগেই জেলে মুখ্যমন্ত্রী, এবার মুখ্যসচিবের বিরুদ্ধে এফআইআর


২০১৪ সালে তিনি ফতেহগড় সাহিব আসন থেকে লড়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সরবজিৎ সেখানেও হেরে যান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রতিনিধিত্ব করে, সরবজিত আবারও হেরে যান। 


সরবজিৎ সিংয়ের মা বিমল কৌর, ১৯৮৯ সালে রোপার আসন থেকে এমপি নির্বাচিত হন। পঞ্জাবের ১৩ টি লোকসভা আসনের জন্য ১ জুন শুরু হবে। আম আদমি পার্টি (এএপি) ফরিদকোট লোকসভা আসন থেকে অভিনেতা করমজিৎ আনমোলকে প্রার্থী করেছে, আর বিজেপি তাদের প্রার্থী হিসাবে গায়ক হংস রাজ হংসকে মনোনীত করেছে। বর্তমানে এই আসনে প্রতিনিধিত্ব করছেন কংগ্রেস সাংসদ মহম্মদ সাদিক।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)