ভোটের ফায়দা লুটতে পাকিস্তান সীমান্তে উত্তেজনা জিইয়ে রাখছে বিজেপি, বিতর্কিত অভিযোগ মেহবুবা
পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার এয়ার স্ট্রাইকের প্রসঙ্গও এদিন এসেছে মেহবুবা মুফতির বক্তব্যে। তাঁর অভিযোগ, বায়ুসেনার ওই হামলার সমস্ত কৃতিত্ব বিজেপি নিতে চাইছে।
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তান সীমান্তে উত্তেজনা জিইয়ে রেখে লোকসভা নির্বাচনে ফায়দা তুলতে বিজেপি। তাই সীমান্তের এই উত্তপ্ত পরিস্থিতি বজায় থাকবে লোকসভা নির্বাচনের শেষ পর্যন্ত।
এই অভিযোগ তুলেছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলে স্বাভাবিকভাবেই নতুন বিতর্কের জন্ম দিলেন মুফতি মহম্মদ সইদের কন্যা।
পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার এয়ার স্ট্রাইকের প্রসঙ্গও এদিন এসেছে মেহবুবা মুফতির বক্তব্যে। তাঁর অভিযোগ, বায়ুসেনার ওই হামলার সমস্ত কৃতিত্ব বিজেপি নিতে চাইছে।
আরও পড়ুন: আজ ২৫ লক্ষ চৌকিদারের সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদী
তবে এই প্রথম নয়। এর আগেও বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। পুলওয়ামার জঙ্গি হামলার পর তাঁর বক্তব্য ছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও একটা সুযোগ দেওয়া উচিত।
এর পর আরও একধাপ এগিয়ে তিনি পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের সবচেয়ে জঙ্গিঘাঁটিতে বায়ুসেনার এয়ার স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়াতে 'কোড অফ কন্ডাক্ট' চালু করার প্রস্তাব নির্বাচন কমিশনের!
জম্মু-কাশ্মীরের জামাত-ই-ইসলামিকে পুলওয়ামা হামলার পর নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। মেহবুবা মুফতি মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেও সরব হয়েছিলেন।