ওয়েব ডেস্ক: শিনা বরা হত্যাকাণ্ড। সারা দেশের পিলে চমকে দিয়েছিল এই নির্মম খুন। খুনের মামলা তো হামেশাই ঘটে, কিন্তু এই হত্যাকাণ্ড অবাক করেছিল সকলকে কারণ, অভিযোগ যে এক মা খুন করেছে তার মেয়েকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিনা বরা হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত শিনার মা (যে নিজেকে শিনার বড় দিদি হিসাবে পরিচয় দিয়েছিল) ইন্দ্রানী মুখোপাধ্যায় ও তাঁর বর্তমান স্বামী তথা এককালের মিডিয়া টাইকুন পিটার মুখোপাধ্যায় দু'জনেই এখন জেলে। আদালতের নির্দেশে সম্প্রতি ইন্দ্রানীর মানসিক পরীক্ষা করা হয়েছিল। আর তার থেকেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।


ইন্দ্রানীর মানসিক পরীক্ষার রিপোর্ট জমা পড়েছে আদালতে। তাতে জানানো হয়েছে যে, শিনার জন্য ইন্দ্রানীর মনে কোনও সহমর্মিতা নেই। বরং, ইন্দ্রানী অনেক বেশী চিন্তিত তাঁর আরেক কন্যা বিধি এবং স্বামী পিটারকে নিয়ে। তিনি নাকি প্রায়শই ঘুমের মধ্যে পিটারের কণ্ঠস্বর শুনতে পান এবং ভুলে যান যে তিনি জেলে রয়েছেন।


স্বামীর উপর পড়ে গেলেন ১২৮ কেজি ওজনের স্ত্রী! তারপর যা হল...