ওয়েব ডেস্ক: দীপাবলির আগে ঘুরে দাঁড়ানোর সংকেত দিল দেশের অর্থনীতি। একইদিনে এল জোড়া সুখবর। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, অগস্টে শিল্পোত্পাদনের হার দাঁড়িয়েছে ৪.৩ শতাংশ। জুলাইয়ে তা ছিল ১.২ শতাংশ। ২০১৬ সালের অগস্টে শিল্প সূচক ছিল ৪ শতাংশে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত শিল্পোত্পাদন হার বৃদ্ধি পেল ২.২ শতাংশ। গত অর্থবর্ষে একই সময়ে তা ছিল ৫.৯ শতাংশ। উত্পাদন ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে ৩.১ শতাংশ। গতবছরের  অগস্টে তা ছিল ৫.৫ শতাংশ। অগস্টে খনি ও বিদ্যুতক্ষেত্রে বৃদ্ধি হয়েছে যথাক্রমে ৯.৪ ও ৮.৩ শতাংশ। গতবছর অগস্টে তা ছিল -৪.৩ শতাংশ ও ২.১ শতাংশ।  


এদিকে, স্বস্তির বার্তা দিল মূল্যবৃদ্ধির সূচকও। সেপ্টেম্বরে মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.২৮ শতাংশ। অগস্টে তা ছিল ৩.৩৬। পেট্রোপণ্যের দাম বাড়লেও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেই রয়েছে।


আরও পড়ুন- হিমাচলপ্রদেশের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন