ওয়েব ডেস্ক : পরিকাঠামোয় অতিরিক্ত বরাদ্দ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বাড়তি নগদের যোগান। মূলধনী আয়ে বাড়তি করের কোপ না পড়া। সব মিলিয়ে বাজেটের দিন শেয়ার বাজারে ছিল ফিল-গুড পরিবেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক দিনে ৪৮৬ পয়েন্ট বেড়ে বাজার বন্ধের সময়ে সেনসেক্স পৌছে যায় ২৮১৪২ পয়েন্টে যা গত ৩ মাসে সবচেয়ে বেশি। ১৫৫ পয়েন্ট বেড়ে ৮৭০০-র গণ্ডি ছাড়িয়ে যায় নিফটিও। এ দিন মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ৩৪ পয়সা বেড়েছে।


তবে, বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিল্পমহলের। সার্বিকভাবে বাজেটকে স্বাগত জানিয়েছে বণিকসভা। যদিও কর্পোরেট ট্যাক্স নিয়ে কিছুটা হতাশ শিল্পমহল। কিছুটা হতাশ ব্যাঙ্কিং ক্ষেত্রও। বিলগ্নিকরণ নিয়ে আরও স্পষ্ট নীতির প্রত্যাশা ছিল শিল্পমহলের।


আরও পড়ুন, বাজেট ২০১৭ : একনজরে কীসের কীসের দাম বাড়ল আর কমল


বিদেশি বিনিয়োগে বাড়ছে শিথিলতা, আসছে নতুন নিয়ম