নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পিছনে মূলচক্রী হিসেবে মনে করা হচ্ছিল রশিদ গাজিকে। সোমবার পুলওয়ামায় সেনা অভিযানে তিনজঙ্গি নিহত হলেও রশিদ গাজির হদিশ মেলেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফিরতে বলুন সন্তানদের, না হলে মরতে হবে, কাশ্মীরি মায়েদের অনুরোধ সেনার


ফলে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রশিদ গাজিকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় সেনা আধিকারিকদের। কোথায় রশিদ গাজি? তাহলে কি সে পালিয়ে গেল? এই প্রশ্নগুলি তোলেন সাংবাদিকরা।


তারই উত্তরে সেনা আধিকারিক লেফট্যানেন্ট জেনারেল কে জে এস ধিঁলো বলেন, ''কত গাজি আসবে যাবে। কাশ্মীরে অনুপ্রবেশ করলেই শেষ করে দেওয়া হবে। কেউ বেঁচে ফিরবে না।''


আরও পড়ুন: পাকিস্তানের প্রত্যক্ষ মদতেই পুলওয়ামায় হামলা, জানালেন সেনাকর্তা


পাশাপাশি তিনি পাকিস্তানের সেনাকেও তোপ দাগেন। পুলওয়ামা হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ মদতের কথা বলা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, জইশ-ই-মহম্মদ পাকিস্তানের সেনার হাতেই তৈরি।


এদিন সাংবাদিক বৈঠক থেকে কাশ্মীরের মায়েদের প্রতিও বার্তা দেওয়া হয়েছে সেনার তরফে। যে সমস্ত কাশ্মীরি যুবক সন্ত্রাসের পথে চলে গিয়েছেন, তারা আত্মসমর্পণ করা উচিত বলেই সেনা মনে করে।


আরও পড়ুন: ১৮ ঘণ্টার লড়াই শেষ, খতম পুলওয়ামা হামলার মূলচক্রী কামরান-সহ ৩ জঙ্গি, শহিদ ৫


তাই বিপথগামী যুবকদের মূলস্রোতে ফেরাতে কাশ্মীরি মায়েদের উদ্যোগী হতে অনুরোধ করেছেন সেনাকর্তারা। কিন্তু যারা ফিরবে না, তাদের মরতে হবে বলেও সেনার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।