জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির নাতি, একাগ্র রোহন, মাত্র পাঁচ মাস বয়সে আইটি জায়ান্ট থেকে লভ্যাংশ আয়ের থেকে ৪.২ কোটি টাকা আয় করবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মূর্তি গত মাসে তাঁর নাতিকে ইনফোসিসের ১৫ লক্ষ শেয়ার (০.০৪ শতাংশ শেয়ার) দেওয়ার পরে এটি জানা গিয়েছে। এর মূল্য ২৪০ কোটি টাকারও বেশি।


এক্সচেঞ্জ ফাইলিং অনুসারে, একাগ্র ইনফোসিসের ১৫,০০,০০০ শেয়ারের মালিক। লেনদেন ‘অফ-মার্কেট’ পরিচালিত হয়েছিল বলে ফাইলিং থেকে জানা গিয়েছে।


একাগ্র রোহন মূর্তি, গত বছরের ১০ নভেম্বর বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তিনি নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির তৃতীয় নাতি। তার ভাই ও বোন হলেন কৃষ্ণ এবং অনুষ্কা। একাগ্র রোহন মূর্তি এবং অপর্ণা কৃষ্ণনের ছেলে। কৃষ্ণা এবং অনুষ্কা, অক্ষতা মূর্তি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের কন্যা।


আরও পড়ুন: Sanjay Kumar Singh: শাহরুখপুত্র আরিয়ান খানকে নির্দোষ প্রমাণ করা NCB অফিসার এবার স্বেচ্ছাবসরের পথে!


ইনফোসিস চতুর্থ ত্রৈমাসিকের মুনাফায় ৩০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এটি গত বছরের ৬,১২৮ কোটি টাকার তুলনায় বেড়ে ৭,৯৬৯ কোটি টাকাতে পৌঁছেছে। লাভও সামান্য বেড়ে ৩৭,৯২৩ কোটি হয়েছে।


২০২৪ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে, নেট মুনাফা ৮.৯ শতাংশ বেড়ে ২৬,২৩৩ কোটি টাকাতে পৌঁছেছে এবং অপারেশন থেকে বার্ষিক আয় ৪.৭ শতাংশ বেড়ে ১,৫৩,৬৭০ কোটি হয়েছে। ইনফোসিস বোর্ড FY24-এর জন্য শেয়ার প্রতি ২০ টাকার চূড়ান্ত লভ্যাংশের সুপারিশ করেছে। সঙ্গে শেয়ার প্রতি ৮ টাকার বিশেষ লভ্যাংশ।


আরও পড়ুন: Nigerian Nationals Attack Police in Bengaluru: এবার আক্রান্ত পুলিস; বেঙ্গালুরুতে রড, হেলমেট নিয়ে আক্রমণ করল নাইজেরীয় নাগরিকরা


পাশাপাশি ইনফোসিস ৪৫০ মিলিয়ন ইউরো মূল্যের সমস্ত নগদ চুক্তিতে একটি জার্মান ফার্ম, ইন-টেক, অধিগ্রহণ করার পরিকল্পনা করেছে।


পরবর্তী আর্থিক বছরের জন্য, ইনফোসিস ১-৩ শতাংশ রাজস্ব বৃদ্ধির আশা করছে। রিসার্চ ফার্ম মতিলাল ওসওয়াল বলেছেন যে FY25-এ তাদের আয় কতটা বাড়বে তার জন্য ইনফোসিসের পূর্বাভাস তারা যা ভেবেছিল তার তুলনায় কম।


তবে তারা মনে করে ইনফোসিস মধ্য মেয়াদে আরও ভালো করতে পারে। আরেকটি ফার্ম, নুভামা, মনে করে যে ইনফোসিস FY25 এর পরে দ্রুত বাড়তে শুরু করতে পারে, কিন্তু ততক্ষণ পর্যন্ত, তাদের স্টক টিসিএস-এর মতো কোম্পানির তুলনায় ভালো নাও হতে পারে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)