Sanjay Kumar Singh: শাহরুখপুত্র আরিয়ান খানকে নির্দোষ প্রমাণ করা NCB অফিসার এবার স্বেচ্ছাবসরের পথে!

২০২৫-এর জানুয়ারিতেই চাকরি থেকে তাঁর অবসর নেওয়ার কথা। কিন্তু অবসরের এক বছর আগেই স্বেচ্ছাবসর। এনসিবি-র 'সম্পদ' সঞ্জয় সিংয়ের স্বেচ্ছাবসর এনসিবি-র জন্য 'ক্ষতি' ।

Updated By: Apr 19, 2024, 06:09 PM IST
Sanjay Kumar Singh: শাহরুখপুত্র আরিয়ান খানকে নির্দোষ প্রমাণ করা NCB অফিসার এবার স্বেচ্ছাবসরের পথে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাহরুখপুত্র আরিয়ান খানকে নির্দোষ প্রমাণ করেছিলেন তিনি। এবার স্বেচ্ছাবসরের পথে সেই NCB অফিসার সঞ্জয় কুমার সিং। যদিও ব্যক্তিগত কারণে এই স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। সঙ্গে এও বলেছেন যে, "আমার একটি দুর্দান্ত কেরিয়ার ছিল। তবে ব্যক্তিগত কারণে এখন অবসর নিচ্ছি।"

কর্ডেলিয়া মাদক মামলায় আরিয়ান খানের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখতে তদন্তের জন্য তৈরি এনসিবি-র বিশেষ তদন্ত দলের নেতৃত্ব দিয়েছিলেন আইপিএস সঞ্জয় কুমার সিং। তিনি-ই শাহরুখ পুত্র আরিয়ান খানকে নির্দোষ খুঁজে পান। সঞ্জয় সিং ওড়িশা ক্যাডারের ১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার। মুম্বাইতে NCB-র ডেপুটি ডিরেক্টর জেনারেল (DDG) ছিলেন তিনি। ২০২১-এর জানুয়ারিতে এনসিবি-তে যোগদান করেন তিনি। এবছর ২৯ ফেব্রুয়ারি স্বেচ্ছাবসরের জন্য আবেদন করেন সঞ্জয় কুমার সিং। আর এক বছরই বাকি ছিল তাঁর চাকরি। ২০২৫-এর জানুয়ারিতেই চাকরি থেকে তাঁর অবসর নেওয়ার কথা। কিন্তু অবসরের এক বছর আগেই স্বেচ্ছাবসরের জন্য আবেদন করেন তিনি। ১৬ এপ্রিল মহারাষ্ট্র সরকার তাঁর আবেদনে অনুমোদন দেয়।

আইপিএস সঞ্জয় সিং অক্ষরে অক্ষরে আইন মেনে চলার জন্য সুপরিচিত। সিবিআই-তে থাকার সময় ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে তিনি বেশ কয়েকটি হাইপ্রোফাইল মামলা পরিচালনা করেন। যার মধ্যে রয়েছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওপি চৌতালার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ২০১০ কমনওয়েলথ গেমস দুর্নীতি মামলা, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার অনিয়ম এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স-এ নিয়োগ কেলেঙ্কারি। সিবিআই-এনসিবির আগে সঞ্জয় সিং ওড়িশার অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিস ছিলেন। মাদকের বিরুদ্ধে রাজ্য পুলিসের টাস্ক ফোর্সের নেতৃত্বে দিয়েছেন। ভুবনেশ্বরের পুলিস কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন সঞ্জয় সিং। 

অত্যন্ত সুদক্ষ অফিসার হিসেবে পরিচিত ছিলেন তিনি। সঞ্জয় কুমার অভিযুক্তদের বিরুদ্ধে নথি ও বৈজ্ঞানিক প্রমাণ সহ মামলা তৈরি করতে দক্ষ ছিলেন। এনসিবি-র 'সম্পদ' বলা হল সঞ্জয় সিংকে। তাঁর স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত এনসিবি-র জন্য 'ক্ষতি' বলেও উল্লেখ করেছেন অফিসাররা। 

আরও পড়ুন, Loksabha Election 2024: ৭১৬ কোটির পিঠে মাত্র ৩২০ টাকা! প্রথম দফার সবচেয়ে ধনী আর গরিব প্রার্থী কারা?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.