ওয়েব ডেস্ক: অবসাদে আত্মহত্যা করেছিলেন রোহিত ভেমুলা। বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ দায়ী নয়। এমনটাই বলা হয়েছে প্রাক্তন বিচারপতি একে রূপানওয়ালের নেতৃত্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষণার ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা নিয়ে গোটা দেশে আলোড়ন তৈরি হয়েছিল। কাঠগড়ায় তোলা হয়েছিল, কেন্দ্রীয়মন্ত্রী বন্দারু দত্তাত্রেয় ও তৎকালীন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে। ওই ঘটনায় প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।


কমিশনের রিপোর্ট বলছে,'রোহিত ভেমুলার সুইসাইড নোট থেকে স্পষ্ট, তাঁর ব্যক্তিগত সমস্যা ছিল। চারপাশে ‌যা ঘটছে, তা নিয়ে খুশি ছিলেন না। তিনি অবসাদগ্রস্ত ছিলেন। সুইসাইড নোটে রোহিত লিখেছিলেন, ছোটবেলা থেকেই তাঁর একাকিত্ব ও অনাদারে কেটেছে। এটাও অবসাদের ইঙ্গিত করছে। রোহিত আত্মহত্যার জন্য কাউকে দোষারোপ করেননি।' 


রোহিত ভেমুলার মৃত্যুর পর তাঁর পরিজনরা অভি‌যোগ করেছিলেন,জাতিবিদ্বেষের শিকার হয়েছিলেন তিনি। ২০১৬ সালের ১৭ জানুয়ারি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে আত্মহত্যা করেছিলেন রোহিত ভেমুলা।


আরও পড়ুন, হাসপাতালে ভর্তি রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা!