ওয়েব ডেস্ক : তিন সন্দেহভাজন ISIS জঙ্গি লিঙ্কম্যানকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড(ATS)। পুলিস জানিয়েছে ধৃতরা ISIS মডিউলের সঙ্গে কাজ করে। ভারতের বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট থেকে নতুন ছেলেমেয়েদের ISIS-এ মন্ত্রে দিক্ষা দিতেই এসেছিল তারা বলে দাবি গোয়েন্দা দফতরের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'সঙ্গে আছে দল', বাবরিকাণ্ডে আডবাণীকে বার্তা বিজেপি সভাপতি অমিত শাহের


গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশে ATS ও বিহার, দিল্লি ও মহারাষ্ট্র পুলিসের সাহায্যে পঞ্জাব, মুম্বই ও উত্তরপ্রদেশের বিজনোর থেকে গ্রেফতার করা হয় তিন জঙ্গিকে।


পুলিস জানিয়েছে বেশ কিছুদিন ধরেই দেশের একাধিক রাজ্যে চলছিল এই জঙ্গি ট্রেনিং ও সদস্য বাছার কাজ। তদন্ত শুরু হয়েছে।